নৈশকোচ উল্টে খাদে, ৫ জনের প্রাণহানি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নারী ও শিশুসহ এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ শনিবার ভোররাতের দিকে উপজেলার কালীতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে গাইবান্ধা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামানের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন রংপুরের মিঠাপুকুরের রিয়াজ উদ্দিন, লালমনিরহাটের পাটগ্রামের মাহাবুল ইসলাম এবং টাঙ্গাইল জেলার সুনীল কুমার।