চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে মাস্ক বিক্রির দায়ে জরিমানা

করোনাভাইরাস সংক্রমণ ও আতঙ্ককে পুঁজি করে চাঁপাইনবাবগঞ্জ শহরে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে এক ওষুধের দোকানি এবং এক মুদি দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে শহরে শান্তিমোড় এলাকার নেহাল মুদি স্টোরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম অভিযান চালায়। এ সময় অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে আজ বুধবার শহরের নিমতলা এলাকার কারিমা ফার্মেসিতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের আলাদ টিম অভিযান চালিয়ে একই অপরাধে দুই হাজার টাকা জরিমানা করে।