জোয়ারের পানি ও বৃষ্টিতে বাঁধ ভাঙনে সাতক্ষীরার ৪৩ গ্রাম প্লাবিত

জোয়ারের পানি ও বৃষ্টিতে কপোতাক্ষ ও খোলপেটুয়া নদীর পানি তিন থেকে চার ফুট বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার ৪৩টি গ্রাম প্লাবিত হয়েছে। এর মধ্যে আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ২২ গ্রাম ও প্রতাপনগরের ১৬ গ্রাম এবং কপোতাক্ষের জোয়ারের চাপে শ্যামনগরের গাবুরা ইউনিয়ন ও পদ্মপুকুর ইউনিয়নের অন্তত পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
প্লাবিত গ্রাম শ্রীউলার নাকতাড়া, মাড়িয়ালা, মহিষকুড়, পুইজ্বালা ও বকচর এবং প্রতাপনগরের ঘোলা, প্রতাপনগর, কুড়িকাহনিয়া ও হরিষকাটীর প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এসব গ্রামের কাচা ঘরবাড়ি ধসে পড়েছে। ভেসে গেছে শত শত মাছের ঘের।
এদিকে আজ শনিবার দিনভর বৃষ্টি না থাকায় এবং অমাবস্যার প্রভাব হ্রাস পাওয়ায় নতুন করে কোথাও ভাঙন দেখা যায়নি। তা সত্ত্বেও আশাশুনি সদর ইউনিয়নের চারটি গ্রামে খোলপেটুয়া নদীর পানি ঢুকে পড়ার আশঙ্কা দেখা দেওয়ায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তারা জানান, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত ভাঙন কবলিত এলাকায় কোনো কাজ করা যাচ্ছে না। তারা সামগ্রিক বিষয় তদারকি করছেন।