বগুড়ায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ১০

বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দুপুর সোয়া ১২টায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উপজেলার ধনকুণ্ডী ঘুঘাবটতলা ব্রিজে পৌঁছালে সেখানে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে। এ ছাড়া নিহতদের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।