সাতক্ষীরায় ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্য ও স্কুলশিক্ষকের

সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শহরের সঙ্গীতা মোড়ে এবং সাতক্ষীর-আশাশুনি সড়কের চাপড়া ব্রিজ এলাকায় ট্রাকচাপায় পুলিশ সদস্য ও একজন স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ও দুপুরের দিকে এ দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন আশাশুনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহজামাল। তিনি যশোরের শার্শা উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। অপরজন হলেন সাতক্ষীরা সদর থানার বৈকারী গ্রামের স্কুলশিক্ষক আব্দুর রশীদ (৬০)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, এএসআই শাহজামাল মোটরসাইকেলে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি খাদে পড়ে মারাত্মক আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান তিনি। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।
অপরদিকে, সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, শিক্ষক আব্দুর রশীদ মোটরসাইকেলে শহরের সঙ্গীতা মোড় পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশ লাশ দুটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়েছে।