স্বাধীনতা অর্জনে যুবলীগের ভূমিকা আছে

নরসিংদী সদর উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে মাধবদী কলেজ মাঠে অনুষ্ঠিত হয় এ সম্মেলন।
সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরু বলেছেন, স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ডাকে যুবলীগের নেতাকর্মীরা হাসতে হাসতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের আত্মত্যাগ দেশের স্বাধীনতা অর্জনে ভূমিকা রাখে। তাই যুবলীগ নেতাকর্মীরা এখনো জঙ্গিবাদকে প্রতিহত করে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে।
সদর উপজেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা যুবলীগের সভাপতি একরামুল ইসলাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ গোস্বামী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মতিন ভুইয়া, কেন্দ্রীয় যুবলীগ নেতা ফজলুল হক আতিক, মাধবদী পৌরসভার মেয়র মোশারফ হোসেন মানিক, যুবলীগ নেতা এস এম সেলিম শিকু, আরিফুল ইসলাম প্রমুখ।