মারপিট করে মুঠোফোন ছিনতাই, যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা

নরসিংদীর পলাশে মারপিট করে মুঠোফোন ছিনতাই করার অভিযোগে এক যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পলাশ থানায় মনির হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে এ মামলা করেন।
ওই যুবলীগ নেতার নাম মো. হামিদ মিয়া। তিনি পলাশের ঘোড়াশাল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা হামিদ ঘোড়াশাল তাপ-বিদ্যুৎকেন্দ্রের চার নম্বর ইউনিটে চাঁদা দাবি ও প্রজেক্ট ইনচার্জকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। তাঁর সরবরাহ করা শ্রমিক ছাড়া অন্য শ্রমিকদের কাজ করতেও বাধা দেন তিনি। গতকাল সোমবার বিকেলে ইউনিটে কর্মরত কয়েকজন শ্রমিক কাজ শেষে বাড়ি ফেরার পথে যুবলীগ নেতা হামিদ লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে তাদের আহত করেন এবং মুঠোফোন ছিনিয়ে নেন। এ সময় আর কাজে যোগ না দেওয়ারও হুমকি দেন তিনি। এ ঘটনায় শ্রমিক সরবরাহকারী মনির হোসেন বাদী হয়ে আজ যুবলীগ নেতা মনিরসহ কয়েকজনের বিরুদ্ধে পলাশ থানায় মামলা করেন।
এর আগে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ এনে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের চায়না প্রজেক্টের ৪ নম্বর ইউনিটের ইনচার্জ হান্টার যুবলীগ নেতা হামিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামিদকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। রাষ্ট্রীয় উন্নয়নকাজে বাধা প্রদানকারী যেই হোক তাঁকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। যে কোনো মুহূর্তে তাঁকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।