গোপালগঞ্জে বৃদ্ধাশ্রমের উদ্বোধন

গোপালগঞ্জ জেলা শহরের গোহাটায় আজ মঙ্গলবার গ্রিন পিস ওল্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামের একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে। ছবি : এনটিভি
গোপালগঞ্জ জেলা শহরের গোহাটায় গ্রিন পিস ওল্ড রিহ্যাবিলিটেশন সেন্টার নামের একটি বৃদ্ধাশ্রমের উদ্বোধন করা হয়েছে। নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এ বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ফিতা কেটে এ বৃদ্ধাশ্রমের উদ্বোধন করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান। নকল ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের চেয়ারম্যান সাব্বির আহম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আমিনুল ইসলাম, গোপালগঞ্জ পৌরসভার মেয়র মো. রেজাউল হক সিকদার রাজু, মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল প্রমুখ।
বৃদ্ধাশ্রমটিতে ১৪ জনের থাকার ব্যবস্থা করা আছে। ভবিষ্যতে এ সংখ্যা আরো বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।