ঝগড়দিয়া গ্রামে দুই পক্ষে ঝগড়া, আহত ২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুর উপজেলার ঝগড়দিয়া গ্রামে আজ শনিবার দুই পক্ষের মধ্যে ঝগড়া-বিবাদ হয়েছে। এ সময় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১২ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরীকুল ইসলাম জানান, ঝগড়দিয়া গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহাবুব মোল্লা ও হায়াত আলী খান মাতবরের সমর্থকদের মধ্যে আজ সকাল ১০টার মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কিছু মানুষ আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
এ ঘটনায় মাতবর মাহাবুব মোল্লা, আবদুল কাইয়ুম মেম্বারসহ ১৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান ওসি।
সংঘর্ষে আহত অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন মো. ওহাব মোল্লা (৫৫), হালিম মোল্লা (৬০), আলিম মোল্লা (৫০), হায়াত আলী খান (৬০), ধলা মিয়া (৫২), শহিদুজ্জামান (৩৫), শামীম খান (২২), মনিরুল মোল্লা (৩৫), রহিমা খাতুন (২৮), হিরন মোল্লা (৪০), পিন্টু মোল্লা (২৭) ও ডালিম মোল্লা (৩২)।