নরসিংদীতে কুপিয়ে অটোরিকশাচালককে হত্যা

নরসিংদীতে সিরাজুল ইসলাম (২০) নামের এক অটোরিকশাচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আজ রোববার সকালে সদর উপজেলার আমিরাবাদে সিরাজুলকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। উন্নত চিকিৎসার জন্য আহত সিরাজুল ইসলামকে নরসিংদী জেলা হাসাপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। তাঁর বাড়ি শহরের ঘোড়াদিয়া এলাকায়।
পুলিশ ও নিহত সিরাজুলের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বাবুল নামের এক ব্যক্তি সকালে সিরাজুল ইসলামকে বাড়ি থেকে ডেকে আমিরাবাদ গ্রামে নিয়ে যান। সেখানে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে আহত করে। ওই স্থান থেকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। ঢাকার নেওয়ার পথে কালীগঞ্জে তাঁর মৃত্যু হয়।
নিহত সিরাজুলের স্ত্রী রুবি বেগম হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেননি।
তবে চাচাতো ভাই হযরত আলী দাবি করেছেন, গৃহবধূকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় সিরাজুল মারা গেছেন।
নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, ঘটনার কারণ উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ শুরু করেছে।