জিপিএ সার্টিফিকেট চাই না, আলোকিত মানুষ চাই : কাদির মোল্লা

থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেছেন, প্রকৃত শিক্ষার অভাবে পৃথিবীতে মানুষের একে অপরের মধ্যে দূরত্ব বাড়ছে। শিক্ষকরাই পারেন জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নরসিংদীতে স্কুল ও কলেজের শিক্ষকদের মিলনমেলার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাদির মোল্লা এসব কথা বলেন। আবদুল কাদির মোল্লা সিটি কলেজ প্রাঙ্গণে ওই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতির (নকশিস) আয়োজনে ওই মিলনমেলায় জেলার তিন শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার চার সহস্রাধিক শিক্ষক অংশ নেন।
কাদির মোল্লা বলেন, ‘একমাত্র শিক্ষাই মানুষের সঙ্গে মানুষের ব্যবধান কমিয়ে আনতে পারে। কিন্তু প্রকৃত শিক্ষার অভাবে সারা পৃথিবীতে এখন মানুষের মধ্যে দূরত্ব বাড়ছে। তাই আমরা জিপিএ সার্টিফিকেট চাই না, আলোকিত মানুষ চাই।’
থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘আমার সব চিন্তা ও চেতনা নরসিংদীকে ঘিরে। কারণ আমি নরসিংদীকে ভালোবাসি। নরসিংদীর শিক্ষার মান উন্নয়নে আমি সারা জীবন কাজ করে যেতে চাই। নরসিংদীকে চাচ্ছি সম্পদে পরিণত করতে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলেই শিক্ষা সমৃদ্ধ নরসিংদী জেলা প্রতিষ্ঠা সম্ভব।’
কাদির মোল্লা আরো বলেন, ‘শিক্ষকরা জাতির শ্রেষ্ঠ মানুষ, আপনারাই পারেন জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে। মানুষকে সম্পদশালীতে পরিণত করতে হবে। আমরা দেশবাসীর কাছে বার্তা দিতে চাই, নরসিংদীর শিক্ষা মানে আলোকিত শিক্ষা।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. সৈয়দ সামসুল আলম হিরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ শাহারিয়ার, জেলা শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, নকশিসের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফরিদ উদ্দিন মুরাদ, জেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শাহ আলম, শিক্ষক মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী পাঠান, রায়পুরা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা পারভীন ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের উপাধ্যক্ষ মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, নকশিস একটা ঐক্য, একটা বিশ্বাস। সম্পর্ক তৈরি, নিবিড় পরিচর্যা, ইচ্ছাশক্তির সমন্বয়ে আগামী সমৃদ্ধ বাংলাদেশ তৈরির জন্য নরসিংদী জেলা স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সমিতি নিরন্তর কাজ করবে।
অনুষ্ঠানে কাদির মোল্লার কাছে শিক্ষকরা নকশিসের স্থায়ী কার্যালয় ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য কল্যাণ তহবিল গঠনের দাবি করেন। জবাবে তিনি নকশিসকে লাইব্রেরি, মিলনায়তনসহ আধুনিক ভবন নির্মাণ ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের পুনর্বাসনের জন্য বিনাসুদে ঋণ বিতরণের প্রতিশ্রুতি দেন।