বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ শনিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে নির্মাণাধীন মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : এনটিভি
সরকারের পরিকল্পনার অনেক আগেই বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে এসেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ শনিবার সকালে সিলেটের শাহী ঈদগাহে নির্মাণাধীন মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বব্যাংক এরই মধ্যে বাংলাদেশকে নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ বিষয়ে ২০১৮ সালে জাতিসংঘের বৈঠক রয়েছে। জাতিসংঘও বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।