সাতক্ষীরার ৫ গ্রামে ঈদ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার সাতক্ষীরার কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ছবি : এনটিভি
সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরার কয়েকটি গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর।
আজ শুক্রবার সকালে শহরের শিল্পকলা একাডেমি ময়দানে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। এতে ইমামতি করেন মাওলানা মাকসুদর রহমান।
জামাতে সদর উপজেলার চাঁদপুর, তালার ইসলামকাঠি ও আশাশুনির একাধিক গ্রামের মুসল্লিরা শরিক হন। এ ছাড়া সদর উপজেলার ভাদড়া গ্রামে অনুষ্ঠিত ঈদ জামাতে ইমামতি করেন মওলানা জিয়াউর রহমান।