ট্রেন থেকে পড়ে বিক্রয় প্রতিনিধির মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার হলহলিয়া সেতুর ওপরের অংশের সঙ্গে ধাক্কায় ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে নিহত হয়েছেন মোস্তাফিজুর রহমান (২৬) নামে এক ব্যক্তি। তিনি ছিলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি। আজ শুক্রবার এ ঘটনা ঘটে।
স্থানীয় রেল বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর নীলসাগর ট্রেনটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সান্তাহার রেলস্টেশন ছেড়ে জয়পুরহাটের দিকে আসার সময় আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ দিকের তুলসীগঙ্গা নদীর ওপরের হলহলিয়া সেতুতে এ দুর্ঘটনা ঘটে। ওই সেতুর ওপরের অংশের সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান ট্রেনের ছাদে থাকা মোস্তাফিজুর রহমান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি ঘটলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু বগুড়ায় পৌঁছানো আগে সন্ধ্যায় পথেই তাঁর মৃত্যু হয়।
নিহত মোস্তাফিজুর রহমান নীলফামারীর ডোমার উপজেলার কোবলা গ্রামের আব্দুল জোব্বারের ছেলে। তিনি গ্লোব ফার্মা নামের একটি ওষুধ প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধির চাকরি করতেন। ঢাকা থেকে আন্তনগর নীলসাগর ট্রেনযোগে তিনি নীলফামারীর নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁর ব্যবহৃত মোবাইল ফোনের সূত্র ধরে এ পরিচয় পাওয়া যায়।