শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া রাসেল। ছবি : এনটিভি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে এক শিশুকে (৫) ধর্ষণ চেষ্টার অভিযোগে রাসেল নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক শিশু আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে নানা বাড়িতে যায়। শিশুটি বাড়ির পাশে খেলার সময় এলাকার রাসেল (১৮) তাকে আলুর চিপস দেওয়ার প্রলোভন দিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এগিয়ে এলে রাসেল পালিয়ে যায়।
বিষয়টি মীমাংসার ব্যাপারে গত শনিবার বিকেলে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদে এক সালিশ বৈঠক বসে। এ খবর জানতে পেয়ে ওই সালিশ বৈঠক থেকে রাসেলকে আটক করে আক্কেলপুর থানার পুলিশ।
আজ রোববার আটক রাসেলের বিরুদ্ধে আক্কেরপুর থানায় মামলা করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম নিশ্চিত করেছেন।