জয়পুরহাটে সরকারি আবাসিক ভবনে ডাকাতি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পাশাপাশি দুটি সরকারি প্রতিষ্ঠানের আবাসিক ভবনে ডাকাতি হয়। ছবি : এনটিভি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় পাশাপাশি দুটি সরকারি প্রতিষ্ঠানের আবাসিক ভবনে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতরা কর্মচারীদের মারপিট করে টাকা ও স্বর্ণালংকার, ল্যাপটপ ইত্যাদিসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) কিরণ কুমার জানান, মঙ্গলবার গভীর রাতে ১৪-১৫ জন ডাকাত জামালগঞ্জ হর্টিকালচার সেন্টারের আবাসিক এলাকায় ঢুকে দুই কর্মচারীকে মারপিট করে ও ভয় দেখিয়ে তিন কর্মচারীর বাসা থেকে ৩৩ হাজার টাকা, সোয়া ভরি স্বর্ণালংকার ও তিনটি মোবাইল লুট করে। পরে তারা পাশের সরকারি হাঁস-মুরগির খামারের সহকারী পরিচালকের বাসভবনে হানা দিয়ে একটি ল্যাপটপ ও তিন হাজার ২০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
কিরণ কুমার জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় থানায় আজ বুধবার মামলা করা হয়েছে।