মামলা দিয়ে হয়রানির অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলায় একটি পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পরিবারের তিন সদস্য দেড় বছর একটি মামলায় জেল খেটেছেন। জেল থেকে বেরিয়ে আসার পরও তাঁদের নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ করেন উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের দরিদ্র আসাদুল সরদার। তিনি এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রোববার সাতক্ষীরা প্রেসক্লাবে এসে তিনি সাংবাদিকদের বিষয়টি অবহিত করেন।
ভালুকা চাঁদপুর গ্রামের মফেজ সরদারের ছেলে আসাদুল সরদার জানান, বছর দেড়েক আগে একই গ্রামের সুরাত আলী তাঁর পরিবারের বিরুদ্ধে একটি মামলা দেয়। এ মামলায় তিনিসহ তাঁর মা মর্জিনা বেগম, ভাই আল-আমিন, বোন মোমেনা খাতুনকে আসামি করা হয়। এ মামলায় তাঁরা সবাই জেল খেটেছেন।
আসাদুল অভিযোগ করেন, জেলে থাকার সময় তাঁর শ্বশুর জিয়াদ আলী তাঁদের জেল থেকে বের করার নাম করে বাড়ি থেকে পাঁচটি গরু, চারটি ছাগল, ৪৫টি ছোট-বড় মুরগি এবং ঘরের বিভিন্ন সম্পদ নিয়ে যায়।
জেল থেকে বেরিয়ে শ্বশুরের কাছে টাকা ও মালামালের হিসাব চাইলে আসাদুলকে হুমকি দেওয়া হয়। পাশাপাশি আসাদুলের স্ত্রী শাহানাজ দুই সন্তান নয়ন ও জান্নাতিকে রেখে বাপের বাড়ি চলে যায়। শাহানাজ আর সংসার করবে না বলেও জানায়।
আসাদুল অভিযোগ করেন, এ অবস্থায় গত শুক্রবার রাত ৯টার দিকে জিয়াদ আলী, খোকা, সুমন, সাদ্দাম, উকিল গাইন ও জাহানারা তাঁকে বেদম মারধর করে রাস্তার পাশে খাদে ফেলে দেয়। পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে। গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি সদর থানায় অভিযোগ দেন। এর পর থেকে প্রতিপক্ষ তাঁকে প্রতিনিয়ত হুমকি দিচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনি এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।