হাকিমের বাসায় শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

বিচারিক হাকিমের বাসায় শিশু নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাতক্ষীরার সচেতন নাগরিক সমাজ।
আজ মঙ্গলবার সাতক্ষীরা কালেকটরেট চত্বরের বিপরীতে শহীদ নাজমুল সরণিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
গত ১৯ আগস্ট শহরের পলাশপোলে বিচারিক হাকিম নুরুল ইসলামের ভাড়া বাড়িতে দুই মাস অমানবিক নির্যাতনের শিকার হয় এক শিশু গৃহকর্মী। হাড় জিরজিরে মেয়েশিশুটির দেহে বহু ক্ষতচিহ্ণসহ উদ্ধার করা হয়।
বক্তারা অভিযোগ করেন, এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় হলেও হাকিম নুরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাতাশা বেগম এখনো দিব্যি বহালতবিয়তে রয়েছেন। তাদের আইনের আওতায় এনে গ্রেপ্তার না করায় নিন্দা ও ক্ষোভ জানান বক্তারা।
দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, সাইফুল করিম সাবু, মাধব দত্ত, মো. হারুনার রশীদ, হাফিজুর রহমান মাসুম, ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মো. আবু সাঈদ, প্রভাষক ইদ্রিস আলী, সুধাংশু শেখর সরকার, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, অসীম চক্রবর্তী প্রমুখ।