রাজবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর থেকে আজ বুধবার সকালে হাবিব সরদার (১৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ।
হাবিব মহাদেবপুর গ্রামের বাবলু সরদারের ছেলে। তিনি ডেকোরেটর শ্রমিকের কাজ করতেন।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাবিবের লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।