তিন খাতা, দুই কলম এতেই খুশি শিশুরা

তিনটি খাতা আর দুটি কলম। এতেই খুশি। হাতে যেন চাঁদ তাদের। আজ রোববার এমনই এক আনদঘন মুহূর্তের সৃষ্টি হয়েছিল সাতক্ষীরা শহরের সিলভার জুবিলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সাতক্ষীরা সরকারি কলেজের পাঁচ বন্ধু তাঁদের খরচের টাকা বাঁচিয়ে ৩০ শিশুর হাতে দেওয়া যায়- এমন বেশ কিছু খাতা ও কলম কিনে নেন। উদ্দেশ্য কোনো প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দরিদ্র পরিবারের শিশুদের হাতে তা তুলে দেওয়া।
‘আমরা বন্ধু’ নামের এই ছোট্ট সংগঠনটির সদস্য সংখ্যা মাত্র পাঁচ। পাঁচ বন্ধুর একজন এস এম নাহিদ হাসান বলেন, ‘আমরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম এমন একটি কাজের কথা। নিজেদের খরচের টাকা বাঁচাতে শুরু করি। এরপর প্রত্যেকের হাতে যখন ২০০ টাকা তখনই আমরা তা ব্যয় করতে নামলাম।’
নাহিদ ও তাঁর বন্ধু বাহালুল করিম, শামসুন্নাহার মুন্নি, মফিজুল ইসলাম ও নাঈম খান চৌধুরী পাঁচজন দোকানে গিয়ে কিনলেন শিক্ষা সামগ্রী। এরপর আজ তা খুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
নতুন তিনটি খাতা আর দুটি কলম হাতে পেয়ে খুদে শিক্ষার্থী রুবেল, আছিয়া আর নাঈম বলল, ভালো হয়েছে। আব্বা আম্মাকে বলব, কলেজ বন্ধুরা আমাদের কিনে দিয়েছে। আর ক্লাসে নিয়ে আসব। লিখব মনের মতো করে।
খুদে বন্ধুদের প্রতিক্রিয়া, ‘এমন তো কেউ কোনোদিন খাতা কলম কিনে দেয়নি।’