নীলফামারীতে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নীলফামারীতে বাবাকে হত্যার দায়ে তাঁর ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাহবুবুল আলম আজ সোমবার দুপুরে এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৪ জানুয়ারি রাতে জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের দোলাপাড়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে আজগর আলীকে (৫৬) হত্যা করে তাঁর দ্বিতীয় ছেলে গোলাম মোস্তফা। এ ঘটনায় আজগর আলীর বড় ভাই আফছার আলী বাদী হয়ে জলঢাকা থানায় হত্যা মামলা করেন।
মামলার পর পুলিশ গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করে। পরে মোস্তফা বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মোস্তফাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নীলফামারী জজকোর্টের সহকারী সরকারি আইনজীবী জামিল আহম্মেদ।