ফরিদপুরে ৭ নভেম্বর থেকে পরিবার পরিকল্পনা স্বাস্থ্যসেবা শুরু

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার বিকেলে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করা হয়। ছবি : এনটিভি
‘প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা গ্রহণ করুন, অপরিকল্পিত গর্ভধারণ রোধ করুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ৭-১২ নভেম্বর পরিবার পরিকল্পনা মা/শিশু/কৈশোরকালীন স্বাস্থ্যসেবা ও প্রচার সপ্তাহ চলবে।
এই উপলক্ষে বুধবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ফরিদপুরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশীদের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ফরিদপুরের উপপরিচালক ডা. মো. খলিলুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. কামরুল হাসান, জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মশিউর রহমান আবু বকর সিদ্দিকী, লিপি আক্তার, গোলাম মওলা প্রমুখ।
এ সময় বক্তারা প্রসব পরবর্তী সময়ে অপরিকল্পিত গর্ভধারণ রোধে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণের ওপর জোর দেন।