ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে শাহেনা আক্তার নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে লাশ উদ্ধারের পর পুলিশ জানিয়েছে, রোববার রাতের কোনো এক সময় শাহেনা নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শাহেনা বিজয়নগর উপজেলার শশই গ্রামের বাসিন্দা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহেনার স্বামী বাবুল মিয়াকে আটক করা হয়েছে।
নিহত শাহেনার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন শাহেনার স্বামী বাবুল দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। এ জন্য তিনি মাঝেমধ্যেই শাহেনাকে মারধর করতেন। এ ঘটনার জের ধরে রাতে শাহেনাকে কুপিয়ে হত্যা করা হয় বলে স্বজনরা দাবি করেন।
তবে নিহতের স্বামী বাবুল মিয়ার স্বজনরা দাবি করেছেন, শাহেনাকে কোনোরকম শারীরিক নির্যাতন করা হয়নি। মহাসড়ক পারাপার হতে গিয়ে গাড়িচাপায় শাহেনার মৃত্যু হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল পাশা এনটিভি অনলাইনকে জানান, ‘নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের স্বামী বাবুল মিয়াকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’