চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক চোরাচালান মামলায় আবুল হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হাকিমপুরের সেতাউর বিশ্বাসের ছেলে।
মামলার নথির উদ্ধৃতি দিয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি দিবগত রাত আড়াইটায় র্যাব ৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল আবুল হোসেনের হাকিমপুরের বাড়িতে অভিযান চালায়। এ সময় এক কেজি ১৫ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে।
পরের দিন সদর থানায় র্যাবের এসআই ঠাকুর দাস রায় বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ওই বছরের ২৪ এপ্রিল আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।