আটকের পর জামিন পেলেন সাবেক এমপি গোলাম মোর্শেদ

নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদকে আটকের পর আজ শনিবার জামিন দিয়েছেন আদালত। ছবি : এনটিভি
নাটোর জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য কাজী গোলাম মোর্শেদকে জামিন দিয়েছেন আদালত।
গতকাল শুক্রবার মধ্য রাতে নাটোর শহরের আলাইপুর এলাকার বাসা থেকে তাঁকে আটক করে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁকে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
শুনানি শেষে সদর আমলি আদালতের বিচারক এনামুল হক বসুনিয়া গোলাম মোর্শেদকে জামিন নেন বলে জানান তাঁর আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর।
এদিকে আজ সকালে শহরের চৌকিরপাড় এলাকা থেকে এক জামায়াত নেতা ও বড়াইগ্রাম উপজেলার মানিকপুর এলাকা থেকে দুই জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।