যশোরের ৬ পৌরসভায় ২৭ মেয়র প্রার্থী

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে আজ বৃহস্পতিবার যশোরের ছয়টি পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে ২৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
যশোর পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, বিএনপি মনোনীত প্রার্থী মারুফুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মোহাম্মদ আলী ও স্বতন্ত্র হিসেবে সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান চুন্নু মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ছাড়া কাউন্সিলর পদে ৩৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বাঘারপাড়া পৌরসভায় আওয়ামী লীগের কামরুজ্জামান বাচ্চু, বিএনপির আবদুল হাই মনা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহিদুল ইসলাম, স্বতন্ত্র হিসেবে যুবলীগ নেতা আবদুর রউফ, সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী, ইফতেখারুল লিটন মেয়র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩৪ জন এ মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কেশবপুর পৌরসভায় বিএনপি মনোনীত আবদুস সামাদ বিশ্বাস, আওয়ামী লীগের রফিকুল ইসলাম মোড়ল, স্বতন্ত্র হিসেবে আলমগীর হোসেন মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনিরামপুর পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিএনপির শহীদ ইকবাল হোসেন, ইসলামী আন্দোলনের আবু তালেব ও স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ নেতা জিএম মজিদ মনোনয়নপত্র জমা দিয়েছে। কাউন্সিলর পদে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। চৌগাছা পৌরসভায় আওয়ামী লীগের নূর উদ্দিন আল মামুন হিমেল, বিএনপির সেলিম রেজা আওয়ালিয়ার, স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগ নেতা এসএম সাইফুল ইসলাম বাবুল ও জামায়াত নেতা কামাল আহমেদ মেয়র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর পদে ৩৫ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আটজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নওয়াপাড়া পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সুশান্ত দাস শান্ত, বিএনপির রবিউল হোসেন রবি, স্বতন্ত্র হিসেবে সাংবাদিক ফারুখ হোসেন, বিএনপি নেতা মশিউর রহমান মশি, আওয়ামী লীগ নেতা সর্দার ওলিয়ার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। কাউন্সিলর প্রার্থী হিসেবে ৫৭ জন ও মহিলা কাউন্সিলর পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।