প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন মেয়র গউছ

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এস এম কিবরিয়া হত্যা মামলায় কারাবন্দি বিএনপি নেতা হবিগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র জি কে গউছ প্যারোলে মুক্তি পেয়ে তৃতীয়বারের মতো শপথ নিয়েছেন। আজ বুধবার দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে তিনি শপথ নেন।
এ সময় গউছ বলেন, ‘প্যারোলে মুক্তি পেয়ে শপথ গ্রহণ করতে এসেছি। যদি সম্পূর্ণ মুক্ত হয়ে শপথ গ্রহণ করতে পারতাম, তাহলে তা আমার জন্য আরো আনন্দদায়ক হতো।’
জেলা বিএনপির এ সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ নানা প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়ে বিজয়ী করে প্রমাণ করেছেন, আমি নির্দোষ।’ হবিগঞ্জের অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সরকারসহ সবার সহযোগিতা কামনা করেন এ মেয়র।
এদিকে, আজ সিলেট বিভাগের ১৬টি পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ নিয়েছেন। তাঁদের শপথবাক্য পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।গত ৩০ ডিসেম্বর সারা দেশের সঙ্গে একযোগে সিলেটের ১৬টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬টি পৌরসভার মধ্যে তিনটিতে বিএনপি প্রার্থীরা বিজয়ী হন। বাকি ১৩টিতেই আওয়ামী লীগ ও দলটির ‘বিদ্রোহী প্রার্থীরা’ বিজয়ী হন।