গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় শ্রমিক নেতা নিহত

গোপালগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু মারা গেছেন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাসু মারা যান।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এনটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
এ ঘটনার পর থেকে গোপালগঞ্জের অভ্যন্তরীণ রুটে লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় আধিপত্য ও বাস শ্রমিকের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় বুলবুল ও বাসুর পক্ষের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
স্থানীয়রা জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে জেলা শহরের কুয়াডাঙ্গায় প্রতিপক্ষের লোকজন বাসুকে বেধড়ক মারধর করে। প্রথমে তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শারীরিক অবস্থা অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বাসুর ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে তাঁর সমর্থকরা শহরের পুলিশ লাইন মোড়ে সড়ক অবরোধ করে। পুলিশ গিয়ে তাৎক্ষণিকভাবে অবরোধ তুলে দেয়। পরে দুই পক্ষ ফকিরকান্দি এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।
এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে পাঁচজনকে সদর হাসপাতালে এবং গুরুতর আহত রেবা বেগম (৬৫) নামের এক নারীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।