বাংলাদেশ এগিয়ে যাচ্ছে : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু ও পায়রা বন্দর নির্মাণ হলে দক্ষিণাঞ্চলবাসীর দুঃখ ঘুচে যাবে।
আজ শুক্রবার দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়ায় অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স লিমিটেডের তত্ত্বাবধায়নে তিনটি নৌযান তৈরি কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিল্পমন্ত্রী।
আমির হোসেন আমু বলেন, একদিকে যখন পদ্মা সেতুর নির্মাণ শেষ হবে, অন্যদিকে পায়রা বন্দরও শুরু হবে। দুটি মিলিয়ে দক্ষিণাঞ্চল একটি অর্থনৈতিক জোনে পরিণত হবে। আর তখন পায়রা বন্দর হবে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে অন্যতম উন্নয়নমূলক শিল্পাঞ্চল। অবস্থানের কারণে পায়রা বন্দর চট্টগ্রাম ও মংলা বন্দরের চেয়েও গুরুত্ব বহন করবে। কারণ বিশ্বের সব জায়গা থেকেই এখানে দ্রুততম সময়ে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।
অ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স লিমিটেডের পরিচালক নিজাম উদ্দিন মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ আরো অনেকে।
এর আগে শিল্পমন্ত্রী দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় মুক্তিযোদ্ধাদের ভবন নির্মাণকাজের ভিত্তি ফলক উন্মোচন করেন। পরে মন্ত্রী স্থানীয় তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।