গোপালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দ অনুষ্ঠান

গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ অনুষ্ঠানে অংশ নেওয়াদের একাংশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জ শহরের আলিয়া মাদ্রাসাসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কুল ক্যাস্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করার মতো কোনো মাঠ না থাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার স্কুল ক্যাম্পাসে নাটক, নৃত্য, গান ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম। অন্যদে মধ্যে ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল জলিল খান, সহকারী শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, প্রধানশিক্ষক কুয়াতুন নেছা।
অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিরা।