চাঁপাইনবাবগঞ্জে ২ ভুয়া সাংবাদিক আটক

সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে শনিবার চাঁপাইনবাবগঞ্জে দুজন ভুয়া সাংবাদিককে আটক করেছে এনএসআই। দুপুরে শহরের শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে তাঁদের আটক করা হয়।
এনএসআই চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক শামসুজ্জোহা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার সোনার মোড় এলাকার রমজান আলী বিশ্বাসের ছেলে মোরসালিন হক ও সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার হাজি মহফিল উদ্দীনের ছেলে ফয়সাল আজম অপু দীর্ঘদিন ধরে সাংবাদিকতার নামে প্রতারণা ও চাঁদাবাজি করে আসছিলেন। একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুর দেড়টার দিকে শাহনেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের পাঁচটি ভুয়া আইডি কার্ড, দুটি ক্যামেরা ও নিবন্ধনবিহীন একটি মটরসাইকেল উদ্ধার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাযহারুল ইসলাম জানান, দুপুরেই তাদের সদর থানায় সোপার্দ করা হয় এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।