ফেরির শৌচাগার থেকে নারীর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলার কাওরাকান্দিতে ফেরির শৌচাগার থেকে বৃহস্পতিবার সকালে এক নারী লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে কিংবা কোনো দুর্বৃত্তের হাতে মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সাহিদা খাতুন নামের মাঝবয়সী ওই নারীর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে একযাত্রী ফেরির টয়লেটে গেলে নারীর লাশ দেখে ফেরি কর্তৃপক্ষকে খবর দেয়। নিহতের ব্যবহৃত মোবাইল ফোন থেকে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মৃত সাহিদা খাতুন বাগেরহাট জেলার রামপাল থানার আবদুল মাজেদ শেখের স্ত্রী।
নিহতের ছেলে শেখ রিপন মোবাইল ফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি চট্টগ্রামে থাকি। আমার মা বুধবার দুপুর ৩টার দিকে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশে এপি লাইন পরিবহনে যাত্রা শুরু করেন। বুধবার গভীর রাতে পরিবহনটি কাওরাকান্দি নৌরুটের রুহুল আমিন ফেরিতে উঠে। রাত ১২টার দিকেও তার সাথে মোবাইল ফোনে কথা হয়েছে।এরপর কী হলো বুঝতে পারছি না।’
শিবচর থানার উপ পরিদর্শক (এসআই) মিরাজ আহমেদ জানান, মৃত্যুর কারণ এখন উদ্ঘাটন করা যায়নি।তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।