নীলফামারীতে মাছের পোনা অবমুক্ত করলেন ন্যাপ চেয়ারম্যান

নীলফামারীর ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের চিলাখালপাড়ায় সৌদি মৎস্য খামারে পোনা অবমুক্ত করেছেন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গাণি।
গতকাল সোমবার বিকেলে পোনা অবমুক্ত করার পর বক্তব্য দেন গাণি।
বক্তব্যে ন্যাপ চেয়ারম্যান বলেন, ‘মাছ আমিষের চাহিদা পূরণ করে। মানুষের শরীর গঠনে মাছ খাওয়া অতি প্রয়োজন। কথায় বলে আমরা ভাতে-মাছে বাঙালি। মাছ আমাদের সবার প্রিয় খাদ্য। স্বল্প ব্যয়ে মাছ চাষ করে অধিক আয় করা সম্ভব। মৎস্য চাষ করে সাবলম্বী হতে হলে চাই ঐকান্তিক প্রচেষ্টা, যা বাস্তবতায় রূপ দিয়েছেন মৎস্য খামারি সৌদি আবুল।’
পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, মৎস্য খামারি সৌদি মতিয়ার, নাউতারা ইউনিয়ন ন্যাপ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আবুল হোসেন।
উপস্থিত ছিলেন ন্যাপ নীলফামারী জেলা সদস্য ওয়াহেদুর রহমান, ডিমলা উপজেলার আহ্বায়ক শাহ্ আজিজুল ইসলাম, নাউতারা ইউনিয়ন আহ্বায়ক জলিলুর রহমান জলিল, এলাহী বকস, যুব ন্যাপ আহ্বায়ক শাহ আলম, সদস্য সচিব নুর আলম, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোহাম্মদ আলী সানু, জিয়াউর রহমান, হামিদুল ইসলাম প্রমুখ।
আবুলের আয়োজনে সাত একর জমির ওপর গড়া পুকুরে প্রায় দুই মণ বিভিন্ন প্রজাতের মাছ অবমুক্ত করা হয়। অবমুক্তকরণ অনুষ্ঠান শেষে ন্যাপ চেয়ারম্যান নাউতারা ইউনিয়নের আকাশ কুঁড়ি, গাছবাড়ি, নিজপাড়া, চৌপতি এলাকায় অপেক্ষমাণ শত শত নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।