‘আমাদের সময়’ সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে মানহানি মামলা

‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার সম্পাদক, প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে টাঙ্গাইলে পাঁচ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বাদী হয়ে আজ বুধবার আদালতে এই মামলা করেছেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী এস আকবর খান জানান, টাঙ্গাইল আমলি আদালতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. গোলাম কিবরিয়া মামলাটি গ্রহণ করেছেন। তিনি মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
মামলায় আমাদের সময়ের প্রতিবেদক হাসান আল জাবেদ, প্রকাশক এস এম কল্লোল এবং ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ গোলাম সরোয়ারকে বিবাদী করা হয়েছে।
গত ১৮ এপ্রিল আমাদের সময় পত্রিকার প্রথম পাতায় ‘এমপি রানার ভূমিকায় ছোট মনি বড় মনি’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। এতে মামলার বাদী গোলাম কিবরিয়া ওরফে বড় মনি এবং তাঁর ছোট ভাই জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক তানভির হাসান ওরফে ছোট মনির বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ আনা হয়।
এ ব্যাপারে বাদী গোলাম কিবরিয়া অভিযোগ করেন, কোনো মহল বিশেষের প্ররোচণায় তাঁর নামে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে ‘আমাদের সময়’। তাই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।