মাগুরায় বিদ্রোহী প্রার্থীদের চাপে আ.লীগ-বিএনপি প্রার্থীরা

চতুর্থ ধাপে মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৭ মে অনুষ্ঠিত হবে। ওই ১৫টি ইউনিয়নেই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীদের চাপে রয়েছেন।
মহম্মদপুর উপজেলায় আটটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৪৪ হাজার ২৫৩ এবং মোট ভোটকেন্দ্র ৭২টি। সীমানা নির্ধারণী মামলার কারণে মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের নির্বাচন গত ২৪ এপ্রিল হাইকোর্টের নির্দেশে তিন মাসের জন্য স্থগিত হয়। সর্বমোট ৫৩ চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত মহিলা মেম্বার ৮৪ জন এবং সাধারণ মেম্বার পদে ৩১০ জন। চেয়ারম্যান প্রার্থী মহম্মদপুর ইউনিয়নের আবুল হোসেন (আ.লীগ) ও মিজানুর রহমান কাবুল (বিএনপি); বিনোদপুর ইউনিয়নে মিজান সিকদার (আ.লীগ), গোলাম আজম সাবু (বিএনপি), আ.লীগের বিদ্রোহী আবদুর রাজ্জাক; দিঘা ইউনিয়নে মো. হিরু মিয়া, রোকনুজ্জামান খান (বিএনপি), আ.লীগের বিদ্রোহী আছাদুজ্জামান আছাদ; বালিদিয়া ইউনিয়নে মফিজুর মিনহা (আ.লীগ), ইউনুস বিশ্বাস (বিএনপি), আ.লীগের বিদ্রোহী পান্নু মিয়া ও মহিদুল ইসলাম; পলাশবাড়িয়া ইউনিয়নে গোলজার রহমান (আ.লীগ), আওয়াল শাহিন (বিএনপি), আ.লীগের বিদ্রোহী রবিউল ইসলাম ও বিএনপি বিদ্রোহী মনিরুল ইসলাম মুকুল; নহাটা ইউনিয়নে আলী মিয়া (আ.লীগ), মাহমুদ হোসেন (বিএনপি), আ.লীগের বিদ্রোহী মোস্তফা সিদ্দিকী লিটন, রাজাপুর ইউনিয়নে মিজানুর রহমান বিশ্বাস (আ.লীগ), গোলাম রব্বানী (বিএনপি), বাবুখালী ইউনিয়নে মীর সাজ্জাদ আলী (আ.লীগ) ও সৈয়দ হাফিজুর রহমান বাকি (বিএনপি), আ.লীগের বিদ্রোহী আলী মিনজু।
শালিখা উপজেলার সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ২০ হাজার ৩১ এবং মোট ভোটকেন্দ্র ৬৮টি। চেয়ারম্যান প্রার্থী মোট ৩৪ জন, সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থী ৬৮ জন এবং সাধারণ মেম্বার প্রার্থী ২৭১ জন। চেয়ারম্যান প্রার্থী শালিখা সদর ইউনিয়নে আমজাদ হোসেন (আ.লীগ), আল মামুন (বিএনপি), স্বতন্ত্র জিল্লুর রহমান (আ.লীগ বিদ্রোহী), রেজাউল ইসলাম (বিএনপি বিদ্রোহী); আড়পাড়া ইউনিয়নে মুন্সী ইসরাইল হোসেন (আ.লীগ), মুন্সী নয়নুজ্জামান নয়ন (বিএনপি), ইলিয়াস সিকদার (আ.লীগ বিদ্রোহী), বিএনপি বিদ্রোহী আরজ আলী ও কেনায়েত আলী; তালখড়ি ইউনিয়নে সিরাজ উদ্দিন মণ্ডল (আ.লীগ), হাফিজুর রহমান (বিএনপি), আ.লীগ বিদ্রোহী শামসুর রহমান, বিএনপি বিদ্রোহী মোতালেব হোসেন; ধনেশ্বরগাতি ইউনিয়নে বিমল সিকদার (আ.লীগ), আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র ভক্ত মণ্ডল; শতখালী আনোয়ার হোসেন ঝন্টু (আ.লীগ), মনিরুজ্জামান মনা সর্দার (বিএনপি), আ.লীগ বিদ্রোহী কামাল হোসেন; বুনাগাতি ইউনিয়নে বকতিয়ার লস্কর (আ.লীগ), কায়জার হোসেন (বিএনপি), আ.লীগ বিদ্রোহী ইজাহার মোল্ল্যা, বিএনপি বিদ্রোহী রাসেদ মোল্ল্যা; গঙ্গারামপুর ইউনিয়নে হালিম মোল্ল্যা (আ.লীগ), আমিনুর রহমান (বিএনপি) আ.লীগ বিদ্রোহী ফিরোজ হোসেন, বিএনপি বিদ্রোহী সেলিম রেজা।