নীলফামারী সদর উপজেলাকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা

নীলফামারীর সদর উপজেলাকে মাদকমুক্ত, যৌতুকমুক্ত ও বাল্যবিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। আজ রোববার সকালে নীলফামারী বড় মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথি হয়ে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ ঘোষণা দেন।
গণসমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘শুধু আইন করে সামাজিক অনাচারকে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সচেতনতা। বাল্যবিবাহ বন্ধ করতে হলে অভিভাবক, শিক্ষক, সমাজের দায়িত্বশীল সচেতন মানুষ, স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিসহ ছেলেমেয়েদেরও সচেতন হয়ে দায়িত্ব পালন করতে হবে। মাদকমুক্ত, যৌতুকমুক্ত সমাজ গড়তেও সচেতনতাকে বাড়াতে হবে। তা না হলে আইন প্রয়োগ করে জেল-জরিমানা দিয়ে বাল্যবিবাহ বন্ধসহ কোনো কিছুই করা সম্ভব নয়। তাই জনগণকে সচেতন হতে হবে।’
সমাবেশে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীরেন সিকদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক জাকির হোসেন, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক।