শেরপুরে পল্লী বিদ্যুৎ লাইনের উদ্বোধন

হুইপ আতিউর রহমান আতিক আজ শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের খুনুয়ায় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। ছবি : এনটিভি
শেরপুর জেলা সদরের কামারিয়া ইউনিয়নের খুনুয়াতে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের উদ্বোধন হয়েছে।
আজ শুক্রবার দুপুরে খুনুয়া চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সঞ্চালন লাইনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম নুরুল আমিন ছানা। প্রধান অতিথির বক্তব্য দেন হুইপ আতিউর রহমান আতিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ শেরপুরের মহাব্যবস্থাপক মাসরুল হক খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামারিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবদুল বারী চান মিয়া, সাবেক চেয়ারম্যান জহুরুল হক।