খালেদা জিয়া বইয়ের মর্যাদা দেন না : কৃষিমন্ত্রী

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বইয়ের মর্যাদা দেন না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
আজ শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গুজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে চাল ও ঈদসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘তাঁর ছেলেরা লেখাপড়া করে নাই, উনি বইয়ের মর্যাদাও দেন না।’
কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার- এমন স্লোগান আওয়ামী লীগের ছেলেরা দেয় কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সাধারণ মানুষের উপকার হয়, বিনা পয়সায় বই পায়, উপবৃত্তি পায়।
কৃষিমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘যাদের মাথায় চিন্তা হাওয়া ভবন, খাওয়া ভবন বানানোর, তাদের দিলে গরিবদের জন্য রহম পয়দা হয়নি।’
এ সময় মতিয়া চৌধুরী নালিতাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধানমন্ত্রী ও তাঁর নিজ তহবিল থেকে ৫৫২টি থ্রি পিস, ৮০০ শাড়ি, নয় হাজার ৬০০ জন গরিব দুঃস্থদের মধ্যে ২০ কেজি করে চাল, ৮০০টি ট্রাউজার ও টি-শার্ট বিতরণ করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা চেয়ারম্যান এ কে এম মুখলেছুর রহমান রিপন, ভাইস চেয়ারম্যান আসমত আরা আসমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।