ভোলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৪

ভোলায় নাশকতা পরিকল্পনার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে শহরের ওয়েস্টার্ন পাড়ার একটি বাসা থেকে আটকের সময় তাঁদের কাছ থেকে ধর্মীয় বই ও ক্যামেরা জব্দ করার দাবি করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—মো. সাইফুল ইসলাম, মো. নূর হোসেন শরীফ, মো. আকবর হোসেন ও মো. আফজাল হোসেন। তাঁরা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা এবং ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে দাবি করেছে পুলিশ।
আজ দুপুর ১২টায় ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস বিফিংয়ে পুলিশ সুপার মো. মনিরুজ্জামান মনির বলেন, আজ সকাল ৭টায় শহরের ওয়েস্টার্ন পাড়ার সরকারি চাকরিজীবী এক ব্যক্তির বাসা থেকে সাইফুল, শরীফ, আকবর ও আফজালকে আটক করা হয়। তাঁরা দুই বছর ধরে শহরের ওয়েস্টার্ন পাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।
বাড়ির মালিকের নাম প্রকাশ না করে পুলিশ সুপার বলেন, সরকারি চাকরিজীবী এক ব্যক্তির বাসায় থেকে তাঁরা দুই বছর ধরে সরকারবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। শুধু তা-ই নয়, তাঁদের বড় ধরনের নাশকতা করার পরিকল্পনা ছিল। তার আগেই গোপন সংবাদে আজ সকালে অভিযান চালিয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামানের নেতৃত্বে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, একটি ভিডিও ক্যামেরা, সাংবাদিকদের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের ইসলামী ছাত্রশিবিরের কর্মী বলে স্বীকার করেছেন। তাঁদের কাছ থেকে আরো অনেকের নাম এবং তথ্য পাওয়া গেছে। এগুলো যাছাই-বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।