আতঙ্কে হল ছাড়ছে হাজী দানেশের শিক্ষার্থীরা

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় আতঙ্কিত শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে। পুলিশ পাহারায় বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে বলে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত সত্ত্বেও আজ শুক্রবার শিক্ষার্থীদের হল ছাড়তে দেখা গেছে।
এদিকে, নিহত দুই শিক্ষার্থীর বাড়িতে চলছে শোকের মাতম। দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের এ সংঘর্ষে অ্যাগ্রিকালচার শেষ বর্ষের ছাত্র মাহামুদুল হাসান মিল্টন ও বিবিএর দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাকারিয়া নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। মিল্টনের বাড়ি রংপুর জেলার কিশোরগঞ্জ গ্রামে, জাকারিয়ার বাড়ি দিনাজপুর শহরের বড় গুড়গোলা গ্রামে।
নিহত জাকারিয়ার বাবা গোলাম মোস্তফা ছেলে হারানোর শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। একমাত্র ছেলের শোকে মা বারবার অচেতন হচ্ছেন। বোনও পাগলপ্রায়।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান জানান, দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে দুটি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পৃথক দুটি মামলা করা হবে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি বলেও তিনি জানান।