বেলাবতে ধর্ষকের বিচার দাবিতে মানববন্ধন

নরসিংদীর বেলাব উপজেলায় শিশু ধর্ষণ মামলার আসামি সাদ্দাম হোসেন বাবুকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সচেতন নাগরিকদের উদ্যোগে ওই কর্মসূচিতে অংশ নেয় শত শত গ্রামবাসী।
মানববন্ধন শেষে বেলাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন শান্তি, ইউপি সদস্য মাজহারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী ও নির্যাতিত শিশুটির মা।
বক্তারা ধর্ষণের ২০ দিন অতিবাহিত হওয়ার পরও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা অভিযোগ করেন, আসামি ধনাঢ্য হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী মহল মামলাটি ধামাচাপা ও আসামিকে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করছে। এই অবস্থায় আসামি সাদ্দাম হোসেন বাবুকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
গত ২৪ জুলাই বাড়ির পাশের পাটক্ষেতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। ওই দিনই ধর্ষিতার মা বাদী হয়ে সাদ্দাম হোসেন বাবুকে আসামি করে বেলাব থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।