নীলফামারীতে ভেজাল সার ধ্বংস, কারখানা সিলগালা

নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পাটকামুরী দেওয়ানীপাড়ায় জয় অ্যাগ্রো কেমিকেল লিমিটেড নামের একটি ভেজাল সার কারখানার সন্ধান পাওয়া গেছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাতে সেখানে অভিযান চালায় জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে কারখানায় মজুদ থাকা ২০০ মণ ভেজাল সার ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করা হয়।
জানা যায়, কারখানার মালিক জীবন সরকার ওই কারখানায় বিভিন্ন ব্র্যান্ডের নামে ইউরিয়া, পটাশসহ বিভিন্ন ভেজাল সার বাজারজাত করে আসছিল। কারখানাটিতে চীনা পাউডারের সঙ্গে মাটি, বালু, পাথরকুচি ও রং মিশিয়ে ১০ প্রকারের নকল সার উৎপাদন করা হতো।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপপরিচালক (ভারপ্রাপ্ত) আফতাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী প্রমুখ।