রিশার সহপাঠী-শিক্ষকদের সড়ক অবরোধ, বিচার দাবি

বখাটের ছুরিকাঘাতে স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন তার সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলে সড়ক অবরোধ করে রাখেন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী-শিক্ষকরা।
এদিকে, ঘটনাস্থলে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি হত্যাকারীকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
গতকাল রোববারও এই হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাস্তা অবরোধ করেছিল রিশার সহপাঠীরা।
চারদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে মারা যায় শিক্ষার্থী সুরাইয়া আক্তার রিশা।
এই বিষয়ে পুলিশের রমনা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার শিবলী নোমান এনটিভি অনলাইনকে বলেন, ‘কিছু শিক্ষার্থী রাস্তায় অবস্থান করেছে। মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এখন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন।’
এই ঘটনায় নিহতের মা তানিয়া আহমেদ বাদী হয়ে ওবায়দুল খান নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন।
গত ২৪ আগস্ট রিশাকে ছুরিকাঘাত করে ওবায়দুল হক।