নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি অব্যাহত

চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। প্রধানমন্ত্রীর ঘোষণা বেকারত্ব থাকবে না। এই স্লোগানকে সামনে রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন নরসিংদীর সব উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা। দাবি আদায়ে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয় অবরুদ্ধ করেন তাঁরা।
আজ মঙ্গলবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বেলা ১টার দিকে মিটার রিডার ও ম্যাসেঞ্জার ঐক্য পরিষদের নেতারা পল্লী বিদ্যুৎ সমিতি ২-এর কার্যালয় অবরুদ্ধ করেন। তাঁরা ফটকের সামনে অবস্থান নেন। এ সময় চাকরি স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে চাকরি স্থায়ীকরণ, চাকরি থেকে ছাঁটাই বন্ধ, অভিজ্ঞতার আলোকে নিয়োগ প্রক্রিয়া চালু ও চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, প্রকল্পের অধীনে শুধু মিটার রিডারের পরে ১৫ হাজার লোক রয়েছে। প্রকল্পের নিয়ম অনুসারে নির্দিষ্ট সময়ের পর সবাইকে চাকরিতে স্থায়ীকরণের নিয়ম থাকলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) চেয়ারম্যান তা মানছেন না। এদিকে চাকরি স্থায়ীকরণ না করা হলে পরিবার পরিজন নিয়ে তাঁদের পথে বসতে হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁদের আকুল আবেদন তিনি যেন চাকরি স্থায়ীকরণের প্রয়োজনীয় উদ্যোগ নেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ের আগ পর্যন্ত তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
কর্মবিরতিতে নরসিংদীর সব উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির দুই শতাধিক কর্মচারী অংশ নেন। অনতিবিলম্বে তাঁদের দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলেও তাঁরা জানান।