উজিরপুরে ৫ দোকানে অগ্নিকাণ্ড

বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে অগ্নিকাণ্ডে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আজ ভোরে বামরাইল বাজারে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে মামুন সরদার ও আলী জাহান শরীফের লাইব্রেরি, মামুন হাওলাদারের ফার্মেসি, সুমন হাওলাদারের ইলেকট্রিক পণ্যের দোকান এবং সিরাজুল ইসলামের রেস্টুরেন্ট পুড়ে ভস্মীভূত হয়। এ ঘটনায় ওই পাঁচ ব্যবসায়ীর প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।