নির্মাণাধীন ভবন থেকে বাঁশ মাথায় পড়ে আয়ার মৃত্যু

নরসিংদীতে নির্মাণাধীন কলেজের একটি ভবন থেকে বাঁশ মাথায় পড়ে রুবিনা আক্তার (৩৫) নামের এক আয়ার মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর ১টার দিকে শহরের ব্রাহ্মন্দী এলাকার হাজী আবেদ আলী কলেজে এ দুর্ঘটনা ঘটে।
হাজী আবেদ আলী কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. ওয়ালীউল্লাহ জানান, দুপুর ১টার দিকে কলেজের আয়া রুবিনা আক্তার স্টাফ রুম থেকে বের হয়ে যাওয়ার সময় নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে একটি বাঁশ মাথায় পড়ে।
এ সময় রুবিনা মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ এখন মর্গে আছে।