ডেঙ্গু প্রতিরোধে কড়াইল বস্তিতে এ্যাবের মশারি বিতরণ

এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, এ্যাব (ঢাকা মহানগর উত্তর) দুঃস্থদের মধ্যে মশারি বিতরণ করেছে। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর কড়াইল বস্তিতে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে এই মশারি বিতরণ করেছে তারা।
এ্যাব উত্তরের সভাপতি কৃষিবিদ শফিউল আলম দিদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
এতে বিশেষ অতিথি ছিলেন এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, সদস্য সচিব অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমান এবং বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ্যাব উত্তরের সদস্য সচিব কৃষিবিদ কে এম সানোয়ার আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডা. বয়জার রহমান, ডা. শাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. এইচ এম আমীনুজ্জামান রিপন, অধ্যাপক মামুন অর রশিদ, অধ্যাপক জাহাঙ্গীর সরকার, নূরন্নবী ভূইয়া শ্যামল, আশরাফুল আলম জিমি, অধ্যাপক সাইফুল্লাহ সোহাগ, আকিকুল ইসলাম, কামরুজ্জামান জনি, ডা. মো. আবদুর রহমান নূরী, আবদুর রাকিব, ওসমান গণি, আহসান হাবিব প্রান্ত, মহসিন ইমাম, ডা. হাসানুজ্জামান তাপস, ডা. মো জহিরুল ইসলাম, ইয়ার মাহমুদ, ডা. এইচ এম নাজমুল হক, শফিকুল ইসলাম, নিয়াজ মোর্শেদ প্রমুখ।