নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন করে ভয়ের সংস্কৃতি সৃষ্টি করা হচ্ছে।
আজ শনিবার (১৯ জুলাই) বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন।

হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, জনগণ স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এবং মত প্রকাশের স্বাধীনতার পক্ষে গণঅভ্যুত্থানে নেমেছিল, ইনশাআল্লাহ আগামীতেও যদি কেউ ভয়ের সংস্কৃতি তৈরি করতে চায়, জনগণ আবারও রাজপথে নামবে।