৩৫ ভোটে পরাজিত প্রার্থী ৮৩৮ ভোট বেশি পেয়ে হলেন ইউপি চেয়ারম্যান

চার বছর আগে ৩৫ ভোটে পরাজিত প্রার্থী ৮৩৮ ভোট বেশি পেয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপিনেতা আবু তাহের আজাদ।
আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে জেলা নির্বাচন ট্রাইব্যুনালের বিচারক মাহবুব আহমেদ প্রকাশ্য আদালতে ভোট পুনর্গণনা শেষে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ফলে তিনি নেত্রকোনার মদন উপজেলার কাইটাল ইউপির চেয়ারম্যান নির্বাচিত হলেন।
আবু তাহের আজাদ মদন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক। এর আগে তিনি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কাইটাইল ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মো. সাফায়াত উল্লাহ রয়েলকে ৩৫ ভোটে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। ফলাফলে দেখা যায়, সাফায়াত উল্লাহ পেয়েছিলেন পাঁচ হাজার ২২৬ ভোট এবং আনারস প্রতীকের প্রার্থী আবু তাহের পেয়েছিলেন পাঁচ হাজার ১৯১ ভোট।
ফলাফলের বিরোধিতা করে ওই বছরের এপ্রিল মাসে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে মামলা করেন আবু তাহের। মামলায় তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। তবে প্রাথমিকভাবে মামলাটি খারিজ হয়ে গেলে তিনি উচ্চতর আদালতে আপিল করেন।
বহু জটিলতা শেষে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে ভোট পুনর্গণনা করা হলে দেখা যায়, আবু তাহের তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফায়াত উল্লাহর চেয়ে ৮৩৮ ভোট বেশি পেয়েছেন। পরে বিচারক তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
আবু তাহেরের আইনজীবী অ্যাডভোকেট কায়সার আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রকাশ্য আদালতে ভোট গণনার মাধ্যমে সঠিক ফলাফল উঠে এসেছে। এতে প্রমাণ হয়েছে, তাহের প্রকৃত বিজয়ী ছিলেন। আদালতের এ রায় সুবিচারের দৃষ্টান্ত।’
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করা হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফায়াত উল্লাহর কোনো মন্তব্য পাওয়া যায়নি।