নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। এদের মধ্যে ৫ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে তিনজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলী এবং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এলাকাছাড়া ছিলেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে আওয়ামী লীগের লোকজন গ্রামে ফেরার চেষ্টা করলে বিএনপির সমর্থকরা তাদের বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ইদন মিয়া গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদী মডেল থানার পরিদর্শক (এসআই) নাসিম মিয়া বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।